জ্ঞান অর্জনের বড় মাধ্যম বই পড়া--জেলা প্রশাসক আব্দুল আউয়াল



মাহবুব,স্টাফ রিপোর্টার :


জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন,জ্ঞান অর্জনের বড় মাধ্যম বই পড়া। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। বই পড়ুয়ারা বই পড়ে 

নতুন নতুন তথ্য ও ধারণা সরবরাহ করে, চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে। নিয়মিত বই পড়ার মাধ্যমে পাঠক বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন, শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, এবং বিশ্ব সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারেন। তিনি আরো বলেন, ভালো বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুবাসিত করতে হলে জ্ঞানার্জন করতে হবে। আর জ্ঞানার্জন করতে হলে বই পড়ার কোনো বিকল্প নাই। বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক,কবি ও গল্পকার মোহাম্মদ আককাস আলী তাঁর অষ্টম আবিষ্কার "দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা" বইটি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর হাতে তুলে দেন এবং সেই সময় তিনি  উপরোক্ত জ্ঞানের কথাগুলো বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বই থেকে "হে বীর বাঙালি আবু সাঈদ" কবির লেখা কবিতাটি মনোযোগ সহকারে পড়েন।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন