মহাদেবপুর(নওগাঁ)প্রতিনিধি :
হাটে ঘাটে পাড়া মহল্লায় ব্যাপক হারে গণসংযোগ শুরু করেছেন নওগাঁ-৩ আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগরীর উত্তর সহ-সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানের পক্ষে। প্রতিদিন এই আসনের এমপি প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিদিন এই গণসংযোগে অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবু নায়েবে আমির মো.ইউসুফ আলী সোনার, মো.রফিকুল ইসলাম রফিক, সহ সেক্রেটারী হাজী আরিফ মোল্লা, কর্মপরিষদ সদস্য মা:আশরাফুল ইসলাম, নওগাঁ-৩ আসনের আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,সদস্য সচিব মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।