নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন ফজলে হুদা বাবুল



মোহাম্মদ আককাস আলী :

নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন ফজলে হুদা বাবুল। শুধু তাই নয় আওমী সরকারের জুলুম, মামলা-হামলার শিকার, জর্জরিত নেতাকর্মীরা যখন পরিবার পরিজন ছেড়ে পালিয়ে ছিলো সেই দুঃসময় ওইসব পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মনোবল চাঙ্গা করে তুলেছিলেন এবং তাদেরকে আইনি সহায়তা দিয়ে জামিনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ছোটবেলা থেকেই  ফজলে হুদা বাবুল বিভিন্ন জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

অষ্টম শ্রেণিতে পাওয়া বৃত্তির সম্পূর্ণ টাকা তিনি দরিদ্র ছাত্র-ছাত্রী এবং গরীব-দু:খী মানুষদের মাঝে তিনি বিলিয়ে দেন। অতটুকু বয়সে তার জনদরদীমূলক কাজের মাধ্যমে তিনি অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সক্ষম হন। সেই সময় হতে তিনি আরও উৎসাহ এবং অসহায়দের মুখে হাসি ফুটানোর কাজে প্রকৃত শান্তি খুজে পান। তারপর থেকে তিনি সেই কাজেই লিপ্ত, যা তাকে সাধারণ জনগণ এবং নেতা-কর্মীদের কাছে প্রাণের নেতা হিসেবে গড়ে তুলেছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় থেকেই জসিম উদ্দীন হলের বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলপন। তিনি বিটিভির আজীবন সম্মাননা প্রাপ্ত বিতর্কিক। তাছাড়াও ফজলে হুদা বাবুল কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৩ আসনের বদলগাছী উপজেলা বিএনপির কয়েকবারের সংগ্রামী সভাপতি। ফ্যাসিস্ট হাসিনার সময়ে বহু নির্যাতন এবং অত্যাচারের শিকার হওয়ার পরও তিনি শহীদ জিয়ার আদর্শে অটল রয়েছেন, যা তার দেশের জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ।

 স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, দলের কঠিন সময়ে অনেক নেতাই নিষ্ক্রিয় হয়ে পড়েন বা নেতা-কর্মীদের থেকে নিজেদের গুটিয়ে নেন। এর বিপরীতে, ফজলে হুদা বাবুল ঝুঁকি নিয়েও দলের কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে তাঁদের সাহস জুগিয়েছেন। এই ব্যক্তিগত সম্পৃক্তি তাঁর প্রতি নেতা-কর্মীদের আস্থা অনেক বাড়িয়ে দিয়েছে। নওগাঁ -৩ আসনের অধিকাংশ প্রবীর নেতা কর্মীরা জানান, “যখন আমাদের কঠিন সময় ছিল, তখন বাবুল ভাই আমাদের পাশে ছিলেন। তিনি শুধু নেতা নন, আমাদের একজন অভিভাবকের মতো ছিলেন। এই জনদরদী উচ্চ শিক্ষিত  মহৎ নেতাকে বিএনপি নওগাঁ-৩ আসনের মনোনয়ন দেওয়ার মাধ্যমে, দেশের এবং দশের উন্নয়নের জন্য একটি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন নওগাঁ-৩ আসনের ভোটারেরা।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন