সার্কেল অফিস এবং মহাদেবপুর থানার বার্ষিক পরিদর্শনে এসপি সাফিউল সারোয়ার




মোহাম্মদ আককাস আলী :



শনিবার(১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহাদেবপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল এবং ওসি শাহিন রেজা উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার পরিদর্শনকালে সার্কেল অফিসে রক্ষিত সকল প্রকার রেজিস্টার এবং তাদের দৈনন্দিন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন উক্ত রেজিস্টার সমূহের সঠিক ব্যবহার সংক্রান্তে  সার্কেল অফিসে কর্মরত উপস্থিত সকল অফিসার এবং ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।

পরে পুলিশ সুপার মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা ,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এ সময় থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন