মোহাম্মদ আককাস আলী :
রবিবার(১৪ সেপ্টেম্বর) নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন দূর্গাপূজা যথাযথ উদযাপনের লক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
আলোচনা সভায় নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারিদের সাথে আলোচনা করা হয়।
উক্ত সভায় নওগাঁ জেলার সেনাবাহিনী, বিজিবি, পূজা উদযাপন কমিটির সদস্য, সাংবাদিকসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।