মাহবুব,স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর পোরশায় ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছেন উপজেলা জামায়াত ইসলাম। বৃহস্পতিবার বিকালে উপজেলার সারাইগাছী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কার্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনে জাামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম। এসময় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।