না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আইনুলের মা


মাহবুব,স্টাফ রিপোর্টার:


না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আইনুল হোসেনের মা জায়েদা বেগম ( ৮৫ )। তিনি রবিবার(১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  জায়েদা বেগম মহাদেবপুর সদরের কলোনি পাড়ার মৃত নজরুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে জায়েদা বেগম ৭ পুত্র এবং ৫ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন