মহাদেবপুরে যুবদলের দুই গ্রুপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



মাহবুব,স্টাফ রিপোর্টার :




 নওগাঁর মহাদেবপুরে যুবদলের দুই গ্রুপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নিরবতা পালন, বিশেষ মুনাজাত, কেন্দ্রীয় কবরস্থানে বৃক্ষরোপণ, এনায়েতপুর এতিমখানার শিশুশিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, বিকেলে কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

 জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ, কে, এম, রওশন উল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুবদলের কাজী আব্দুস সোবহান, মাসুদুর রহমান মৃধা টিক্কা, সাইদুর রহমান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, শামীমুর রহমান শামীম, এস এম, মাহফুজ আলম, আইনুল হক ও কামরুজ্জামান প্রমুখ।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন