ভালো নেই প্রকৃতি
ভালো নেই ফুল বাগানে প্রজাপতি,
ভালো নেই,
মানুষের মনে নেই কোন স্বস্তি
চারিদিকে অশান্তি।
ভালো নেই বাবা ছেলের সম্পর্ক
গ্রাস করেছে,
মাদকের কোরাল ছোবলে জ্বলছে,
নিভানোর মানুষ নেই সমাজে।
ভালো নেই কোটিপতি ছোটপতি
ভালো নেই রিস্কা শ্রমিক দিনমজুর
ভালো নেই তারা ;
লোভ লালসার বেড়াজালে
রাতের আধারেও ঘুম আসেনা তাদের চোখে।
ভালো নেই বড়নেতা পাতিনেতা
ভালো নেই আমজনতা;
ভালো নেই কৃষকের মন
ভেজাল ঔষধে যাচ্ছে তাদের অনেক ধন।
ভালো নেই ডাক্তার,
ভালো নেই রোগী
সেবার নামে করছে জালিয়াতি ;
শুধুই টাকার কাছে সবাই বন্দী।
