মাহবুব স্টাফ রিপোর্টার :
নওগাঁর পোরশায় নিতপুর কপালীর মোড়ে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিতপুর কপালীর মোড়ের চারিদিকে সড়কের দু’পাশের অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম, এসআই লালন সহ সড়ক ও জনপথ এবং সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগ স্থল এই মোড়টিতে সবসময় বিভিন্ন যানবাহন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাধারন মানুষ চলাচল করেন। এতে প্রায়সই দূর্ঘ্যটনার কথা শুনা যায়। রাস্তার পাশে সরকারি জায়গার উপর এসব স্থাপনা নির্মানের কারনে দূর্ঘ্যটনা ঘটছে। একারনেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে একটি খুঁটিও স্থাপনের সুযোগ না পায়। বিষয়টি নিয়ে মনিটরিং করা হবে বলে তিনি জানান।
