পোরশায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ



মাহবুব স্টাফ রিপোর্টার :


নওগাঁর পোরশায় নিতপুর কপালীর মোড়ে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিতপুর কপালীর মোড়ের চারিদিকে সড়কের দু’পাশের অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম, এসআই লালন সহ সড়ক ও জনপথ এবং সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগ স্থল এই মোড়টিতে সবসময় বিভিন্ন যানবাহন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাধারন মানুষ চলাচল করেন। এতে প্রায়সই দূর্ঘ্যটনার কথা শুনা যায়। রাস্তার পাশে সরকারি জায়গার উপর এসব স্থাপনা নির্মানের কারনে দূর্ঘ্যটনা ঘটছে। একারনেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে একটি খুঁটিও স্থাপনের সুযোগ না পায়। বিষয়টি নিয়ে মনিটরিং করা হবে বলে তিনি জানান।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন