মোহাম্মদ আককাস আলী :
শনিবার(৮ নভেম্বর) নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ অফিসার ও কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল সঠিক ভাবে ইস্যু হচ্ছে কিনা- সে ব্যাপারে খোঁজ খবর নেন। পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য ওসি, সি-স্টোর-কে নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সঠিক ভাবে ইউনিফর্ম পরিধান এবং সরকারি ভাবে সরবরাহকৃত কিট আইটেম সমূহের যথাযথ ব্যবহারের নির্দেশ দেন। পুলিশ সুপার, নওগাঁ জেলা প্যারেড ও কিট পরিদর্শন শেষে উত্তম পোশাক পরিধানকারী ও যথাযথ ভাবে কিট আইটেম সংরক্ষণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
এসময় নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব জয়ব্রত পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।