নওগাঁয় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত



মোহাম্মদ আককাস আলী :


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পত্নীতলা : সমবায় কর্মকর্তা মো. সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

মান্দা :উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আখতার জাহান সাথী।

নিয়ামতপুর :উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সাপাহার: উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সেলিম আহমেদ।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন