মহাদেবপুরে ওয়াশ ও হাইজিন কর্মসূচির উদ্বোধন



মাহবুব,স্টাফ রিপোর্টার :


রোববার(২নভেম্বর)নওগাঁর মহাদেবপুরে দেবরপুর,দেশখিরসিন, নোধুনী, গোসাইপুর উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক কর্তৃক ওয়াশ ও হাইজিন কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আরিফুজ্জামান।এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। ইউএনও মো.আরিফুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকসক্ত, বাল্য বিয়ে, কিশোর অপরাধ,  কিশোর গ্যাংকে না বলে পড়াশোনায় মনোযোগ দিতে আহবান জানান। তিনি শিক্ষার্থীদের সবার আগে ভাল মানুষ তৈরি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।


একটি মন্তব্য পোস্ট করুন