মাহবুব,স্টাফ রিপোর্টার :
সোমবার(৩নভেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁর মান্দায় প্রসাদপুর বাজারে সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান।
কমরেড ফয়েজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মিশিত কুমার প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, ক্ষেতমজুর সমিতি মান্দা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, কৃষক আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর আলম। শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।