মোহাম্মদ আককাস আলী :
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি এহসানুর রহমান ভূঁইয়া, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মোঃ আজিজুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ও সহকারী পুলিশ পরিদর্শক মোঃ দুলাল হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ডিএসবির সদস্যবৃন্দ বিদায়ী কর্মকর্তাবৃন্দ সম্পর্কে স্মৃতিচারন করেন। একই সাথে বিদায়ী কর্মকর্তাবৃন্দও তাদের কর্মকালিন সময়ে বিভিন্ন বিষয়ে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে সভাপতি বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জ, ডিআইও ওয়ান, ওসি ডিবি , আর আই সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি মহোদয় সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।