মাহবুব,স্টাফ রিপোর্টার :
না ফেরার দেশে চলে গেলেন মহাদেবপুর উপজেলার হেলালপুর গ্রামের মরহুম মহিজ উদ্দীন এর পুত্র, নাটশাল গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলতাব হোসেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার(৪নভেম্বর) সকাল ১১টায় ডাকবাংলো মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার টাইফয়েড জনিত কারণে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন,স্ত্রী,এক পুত্র,এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী। মরহুমের জানাজা নামাজ পড়ান ইসলামী আন্দোলনের(পাখা মার্কা) নওগাঁ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি নাসির বীন আজগর।
মরহুমের জানাজায় অংশ নেন ,উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট,কবি মোহাম্মদ আককাস আলী,উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির নেতাগণ,প্রাথমিক শিক্ষা অফিসসহ ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজ।