
মাহবুব,স্টাফ রিপোর্টার :
রোববার(২১ডিসেম্বর) রাতে নওগাঁর ধামইরহাট থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধামইরহাট পৌরসভার অন্তরগত ধামইরহাট টু ঢাকা বাস স্ট্যান্ডে যাত্রি ছাউনির সামনে রকি পরিবহনের একটি বাসের পিছনে অতিরিক্ত চাকায় একটি পুরাতন ব্যাগে ১২ বোতল ফেন্সিডিল ও ১৮ বোতল ফেয়ারডিল মোট ৩০ বোতল নেশা জাতীয় মাদক উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বাসের হেলপার এরশাদুল ইসলামকে আটক করা হয়। অভিযুক্ত এরশাদুলের বিরুদ্ধে পূর্বের কয়েকটি মাদক এবং চুরির মামলা রয়েছে। আইনগত ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান,সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন নওগাঁ থেকে মাদক নির্মূল করবো ইনশাল্লাহ।