মাহবুব স্টাফ রিপোর্ট :
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ শুরু হয়েছে। এই বিলে প্রায় ৩০ কোটি টাকার মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে। যা স্থানীয় জেলে ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
সোমবার(২২ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
ইউএনও রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম,ওসি আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,জামায়েতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন প্রমূখ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি।